Mohammad Maksudul Hasan Bhuiyan Rahul

'

আগুন স্পর্শে আহার

শীত শীত সকাল। আমার বাসা থেকে হাতের ডানে মূল সড়কের পাশেই এক চাচী মাটির চুলায় পিঠা বানিয়ে বিক্রি করেন রোজ। ভাবলাম, শীতের আগমনী বার্তা নিয়ে আসা ভাপা পিঠার খানিক স্বাদ নিয়ে দেখি! যেই ভাবা সেই কাজ! চাচীকে ভাপা পিঠার কথা বলতে বলতেই চুলার পাশে চোখ গেলো স্যালমন ম্যাচবক্সটার দিকে! ভাবলাম, হয়তো সাধারণ ডিজাইনেরটাই হবে! তবে সংগ্রাহক মনের আকুতি থাকে অন্যরকম, কিছুটা অনুসন্ধানী! সেই আগ্রহের জায়গা থেকেই ম্যাচটা হাতে নিয়ে দেখি যে 'বাংলার নবান্ন' সিরিজের নান্দনিক ডিজাইনের ম্যাচবক্স এটা! আমাদের গ্রাম-বাংলায় নবান্নের সময়ের চিরায়ত দৃশ্য বাড়ির উঠোনে সবাই মিলে ধান সংগ্রহের মোহনীয় ব্যাপারটা ফুটে উঠেছে ম্যাচবক্সের গায়ে! মোবাইলের ক্যামেরা অপশনটা অন করে একই সরলরেখায় ফ্রেমবন্দী করলাম 'বাংলার নবান্ন' দিয়াশলাই, ভাপা পিঠা আর মাটির চুলা! এই গল্পটার কী নাম দেয়া যায়! ভেবে দেখলাম, দিয়াশলাই থেকে আসা আগুনের স্পর্শেইতো মাটির চুলায় ভাঁপা পিঠাগুলো তৈরি হচ্ছে, তাই গল্পের নামটা হোক, 'আগুন স্পর্শে আহার'...




 

No comments:

Post a Comment