একদিন পুরোনো আলমারির কোণে পড়ে ছিল একটা ছোট্ট ম্যাচ বক্স। বহুদিন কেউ ওটার দিকে তাকায়নি। ভেতরের কাঠিগুলো ভাবত, “আমাদের আর কোনো কাজ নেই বুঝি?”
এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরটা অন্ধকারে ডুবে গেল। তখনই কেউ আলমারি খুলে সেই ম্যাচ বক্সটা বের করল। একটা কাঠি জ্বালানো হলো—মুহূর্তেই আলো ফুটে উঠল।
ওই ছোট্ট আগুনের আলোয় মা খুঁজে পেলেন ওষুধ, বাবা ঠিক করলেন বাতি, আর শিশুটি ভয় কাটিয়ে হাসল। ম্যাচ বক্সটা মনে মনে বলল,
“আমি ছোটো হতে পারি, কিন্তু সময়মতো আলো দিতে পারলেই আমার মূল্য আছে।”
সেই দিন থেকে কেউ আর ম্যাচ বক্সটাকে অবহেলা করল না।





No comments:
Post a Comment