বাঙালি গেরস্থ পরিবারে কৃষ্টির অন্যতম অনুসঙ্গ হলো নবান্ন উৎসব। কিন্তু কালের বিবর্তনে আমরা ভুলতে বসেছি আমাদের প্রাণের উৎসব কে। নবান্ন ঋতুকেন্দ্রিক উৎসব। ‘নবান্ন’ শব্দের অর্থ ‘নতুন অন্ন’। হেমন্তে নতুন ফসল ঘরে তোলার সময় এ উৎসব পালন করা হয়।
নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে তৈরি চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত একটি ঐতিহ্যবাহী বাঙালি ফসল কাটার উৎসব, যা সাধারণত অগ্রহায়ণ মাসে (হেমন্তকালে) অনুষ্ঠিত হয় এবং এতে নতুন চালের ভাত ও পিঠা-পায়েশ খাওয়া, লোকনৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে আনন্দ করা হয়। এটি প্রকৃতি ও কৃষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন শস্যের প্রাচুর্য উদযাপনের উৎসব।
এই বছর 'আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরি লিঃ' থেকে "নবান্ন উৎসব" উপলক্ষে সাত ডিজাইনের সাতটি ম্যাচবক্স বের করেছে। এই ম্যাচবক্স গুলো ডিজাইন করেছেন বিশিষ্ট ম্যাচবক্স সংগ্রাহক ও ডিজাইনার জনাব সাকিল হক।
নবান্ন ক্লিক ফোটো কনটেস্টের জন্য ছবি তুলতে গিয়ে একটি মজার ঘটনা ঘটে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
একটি পান- সিগারেট বিক্রির দোকানের ক্যাশবাক্সের উপর দেখি সিগারেটের প্যাকেট ও নবান্ন উৎসবের নতুন ম্যাচবক্সগুলো রাখা আছে। তখন আমি দোকানদারকে তার দোকানে থাকা ম্যাচবক্সগুলোর ছবি তোলার অনুমতি চাইলে দোকানদার ভাই আমাকে প্রশ্ন করলো যে তাতে তার কি লাভ। তখন তাকে আমি বললাম, এই নতুন ডিজাইনের ম্যাচগুলোর ডিসপ্লে প্রতিযোগিতা হচ্ছে। তো আমি ছবিগুলো তুলে ঐ প্রতিযোগিতায় জমা দিবো। যদি আমার তোলা ছবিগুলো নির্বাচিত হয় তাহলে এই ছবিগুলো দিয়ে কোম্পানি সামনের বছর ক্যালেন্ডার বানাবে এবং আমি কিছু পুরস্কার পাবো। তখন দোকানদার খুশি হয়ে একটা ডজন প্যাকেট নিজ হাতে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নেন ছবি তুলেন। কিম্তু আমার চেহারা নিয়েন না। তখন আমি সেই পজিশনে কয়েকটা ছবি তুলে ফেললাম। পরে বিদায় নেওয়ার সময় যখন বললাম ছবিগুলো জমা দিয়ে দেখি কি হয়। তখন দোকানদার ভাই আমার হাতে একটা চকলেট খেতে দিয়ে বললো, আল্লাহ ভরসা।
মোঃ কামরুল ইসলাম (সোহেল)
![]() |
Winning Photo |


No comments:
Post a Comment